ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বকেয়ার দাবিতে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের মানববন্ধন

দেশের অন্যতম ক্রীড়া সংগঠন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের বকেয়া টাকা না দেয়ার অভিযোগ উঠেছে। এই দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে ক্লাবটির ম্যানেজারসহ ক্রিকেটাররা মানববন্ধন করেছেন। তাদের অভিযোগ, পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ বুঝে পাননি তারা। ক্রিকেটাররা বলেন, ‘আমরা ক্লাবকে বললে তারা বলে মিজানুর রহমান সাহেব টাকা দেয় না। আর মিজান সাহেবের কাছে গেলে তিনি ক্লাবের কাছে যেতে বলে। তারপর আমরা বিষয়টি বিসিবিকে জানালাম, এখন আমরা কার কাছে গিয়ে বলবো।’


ক্লাব কর্তৃপক্ষের দাবি চুক্তি অনুযায়ী সম্পূর্ণ টাকা শোধ করেনি ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান। ফলে তারাও ক্রিকটারদের সম্পূর্ণ টাকা শোধ করতে পারেনি।


তবে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান বলেন, ‘আমরা যদি টাকাটা না পাই তাহলে অনেক সমস্যা হবে। কারণ এখানকার অনেকে বিপিএল-জাতীয় লীগ খেলে না। পাওনা টাকা যদি পাই তাহলে অনেক সুবিধা হবে।'


ম্যানেজার আমিন খান বলেন, ‘আমরা ক্লাব অনুযায়ী পাপন ভাইয়ের কাছে চিঠি দিয়েছিলাম যে আপনি আমাদের অভিভাবক, তাই আপনি এটার সমাধান করেন।’


এসব অভিযোগ অস্বীকার করেছেন ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান। উল্টো গুজব রটালে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমার টাকা আমি দিয়ে দিয়েছি। তারা (ক্লাব কর্তৃপক্ষ) ছেলেদের টাকা দেয়নি। আমি ১ কোটি ৪০ লাখ টাকা দিয়েছি কিন্তু দেয়ার কথা ছিলো ১ কোটি। পয়সা নিয়ে তারা খেলোয়াড়দের দেয় না।’

ads

Our Facebook Page